ঢালিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। ব্যক্তিগত জীবনে একাধিকবার প্রেমের সম্পর্কে জড়ালেও বিয়ে করেননি এখনও। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে এই অভিনেত্রী জানিয়েছেন, প্রেমের সম্পর্কগুলো টিকিয়ে রাখার চেষ্টা করলেও বিপরীত ব্যক্তির মিথ্যা বা অসৎ আচারনের কারণেই সেই সম্পর্কের পরিণতি পায়নি।
মৌসুমী হামিদ বলেন, আমি সবসময় চেষ্টা করেছি প্রেমের সম্পর্কগুলো টিকিয়ে রাখতে।
আমি কখনোই ওই রকম ব্যাড গার্লফ্রেন্ড না। কখনো কোনো বয়ফ্রেন্ডকে বলিনি- আমাকে এটা দাও, ওটা দাও। বরং চেষ্টা করেছি নিজে কিছু দেওয়ার। কারণ আমিও তো আয় করি।
তবুও কেন সম্পর্কগুলো ভাঙল, এমন প্রশ্নে এই তারকার ভাষ্য, আমি মিথ্যা কথা কিংবা অসততা কখনোই পছন্দ করি না। সহ্য করতে পারি না। সম্পর্কের ক্ষেত্রে বেশিরভাগ সময় এটাই ঘটেছে।
আক্ষেপ করে এই অভিনেত্রী বলেন, সম্পর্কের ব্যাপারে অনেক বেশি বিশ্বস্ত ছিলাম। একটা সময় মনে হয়েছে, সম্পর্কগুলোতে কেউই আমার ছিল না। আমার তো মনে হয়েছে, তারা আমার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল আবার ছিলও না।
কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে মৌসুমী বলেন, উচ্চতার জন্য আমার প্রেম ভেঙেছিল। আমি একটা প্রেম করতাম। ছেলেটা আমার চেয়ে উচ্চতায় ছোট ছিল। সে আমার উচ্চতার দোহাই দিয়ে ব্রেকআপ করেছিল। এটা খুব কষ্ট দিয়েছে।
এদিকে প্রেমের পর বিয়ে নিয়েও উচ্চতার সমস্যায় পড়েছেন এই অভিনেত্রী। ছেলে দেখে পছন্দ হলেও তার সমান উচ্চতার ছেলে মিলছে না। মৌসুমী বলেন, ‘লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব। ’
প্রসঙ্গত, গত ১৮ আগস্ট মুক্তি পেয়েছে মৌসুমী অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। প্রয়াত ড. ইনামুল হকের গল্পে এটি নির্মাণ করেছেন তার কন্যা অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এ ছাড়া সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনীত ‘নয়া মানুষ’ ও ‘যাপিত জীবন’ সিনেমা দুটি।