আমলাদের সন্তানদের জন্য বিশ্ববিদ্যালয় করার বিষয়ে যা বললেন মন্ত্রী

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৭ মাস আগে

সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় নিয়ে সরকারের আপাতত কোনো চিন্তা নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।

রোববার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আমাদের অন্য বড় কাজ আছে। এরপরও যদি ভবিষ্যতে করা হয়, সেখানে সবাই পড়াশোনা করতে পারবে।

তিনি বলেন, ডিসিরা প্রস্তাব করতেই পারে।

প্রধানমন্ত্রীকে সামনে পেলে অনেকে অনেক দাবি তুলে ধরে। বিশ্ববিদ্যালয়ের বিষয়টা সবার জন্য। এখানে সব ধরনের মানুষ ভর্তির সুযোগ পায়।

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করবো। তিনি যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ফরহাদ হোসেন জানান, তবে চাকরির বয়সসীমা ৩৫ বছর নিয়ে প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন। তিনি এ বিষয়ে নিরুৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, বয়সসীমা বাড়ালে অবসরের সময় নিয়ে সমস্যা হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রী জানান, এরপরও চাকরীর বয়সসীমা বৃদ্ধি নিয়ে আলাপ আলোচনা হবে। বাস্তবতা বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে।