আবু সাঈদ হত্যা মামলার তদন্তভার পিবিআইয়ের হাতে

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৪ মাস আগে

বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় করা মামলার তদন্তভার পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার জাকির হোসেন। মামলার তদন্তভার দেয়া হয়েছে এসআই জিল্লুর রহমানকে।

পিবিআই পুলিশ সুপার (রংপুর) জাকির হোসেন বলেন, আবু সাঈদ হত্যা মামলা তদন্তের দায়িত্ব পিবিআইকে দেয়া হয়েছে।

একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

এর আগে, এই ঘটনায় দুটি তদন্ত কমিটি করা হলেও সেই তদন্ত আলোর মুখ দেখেনি।

গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। আবু সাঈদ নিহতের ঘটনায় তাজহাট থানার বেরোবি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বিভূতি ভূষণ রায় বাদি হয়ে একটি মামলা করেন।