আবার বিয়ে করতে চান ১১২ বছরের বৃদ্ধা

:: পা.রি. ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১১ মাস আগে

এর আগে সাত বার বিয়ের পিঁড়িতে বসেছেন। এ পর্যন্ত জন্ম দিয়েছেন পাঁচটি সন্তান। সবমিলিয়ে ১৯ জন নাতি-নাতনি রয়েছে তার। এখানেই গল্পের শেষ নয়, বৃদ্ধার নাতি-নাতনিদেরও রয়েছে ৩০ সন্তান। কিন্তু বাস্তবতা হচ্ছে জীবন যার যার।

আবার বিয়ে করতে চান এই বৃদ্ধা।

বৃদ্ধার নাম সিতি হাওয়া হুসেন। তার বয়স মাত্র ১১২বছর। হ্যাঁ, যে বয়সে বেঁচে থাকাই বিরল ঘটনা। শারীরিক বয়স মনকে হার মানাতে পারেনি। বেঁচে থাকার প্রবল ইচ্ছা তার। মালয়শিয়ার এর নাগরিক বয়সের কাঁটা ১০০ পেরলেও ভালো আছেন। কারও সাহায্য ছাড়াই একা হাঁটতে-চলতে পারেন। সব রকম কাজ করতে পারেন। কিন্তু একাকিত্বে ভোগেন তিনি। আসলে তার প্রিয়জনেদের মধ্যে

অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এই বয়সেও কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে নিজেই বিস্মিত সিতি। শুধু একাকীত্ব কাটাতেই বিয়ে করতে চান তিনি।