আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় লক্ষাধিক টাকা বেতনে চাকরি

::
প্রকাশ: ২ years ago
প্রতীকী ছবি

ক্যারিয়ার ডেস্ক:
ফ্রান্সের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) সম্প্রতি বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে পারবেন।

  • পদের নাম: প্রজেক্ট ম্যানেজার
    পদসংখ্যা: উল্লেখ নেই
    যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ, সমাজবিজ্ঞান, স্যানিটারি ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের টেকনিক্যাল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো মানবাধিকার বা উন্নয়ন সংস্থায় সমপদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ ও ইংরেজি সাবলীল হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন: মাসিক বেতন ১,১৫,০০০–১,১৮,০০০ টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কভার লেটার ও তিনটি রেফারেন্সসহ সিভি actedbgd.hr2@gmail.com এই ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। মেইলের সাবজেক্টে ‘Application for Project Manager’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৩।