আদালতে পুলিশের সামনেই আসামিকে গুলি করে হত্যা!

:: পাবলিক রিঅ্যাকশন ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে

আদালত ভবনে পুলিশের সামনেই হত্যা মামলার এক কারাবন্দি আসামিকে প্রকাশ্য গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই অভিযুক্ত খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের পাটনার একটি আদালত ভবনের সামনে এই ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের সিকান্দারপুরের বাসিন্দা অভিষেক কুমার হত্যাসহ কয়েকটি মামলার আসামি।

তিনি নগরীর বিউর কারাগারে বন্দি ছিলেন। শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা ছিল। এদিন অভিষেক কুমারকে দানাপুর আদালতে নিয়ে যাওয়ার সময় দুজন লোক তার ওপর হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে।

এ সময় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই খুনিদের মোকাবিলা করে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ওই এলাকা থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলাকারীরা মুজাফফরপুরের।

পাটনা পশ্চিমের পুলিশ সুপার (এসপি) রাজেশ কুমার বলেন, হামলাকারীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। হত্যার জন্য কারা তাদের পাঠিয়েছে এবং এ খুনের পেছনের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও বলেন, ২০১৯ সালেও দানাপুর আদালতের বাইরে একজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিচারাধীন বন্দিদের আদালতে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করলে তিনি নিহত হন।