আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত শুরায়ী নেজাম অনুসারীদের পাঁচদিনের জোড় ইজতেমা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুব্বি মাওলানা ইব্রাহিম দেওলা মোনাজাত পরিচালনা করেন।

তার মোনাজাতের মাধ্যমেই শেষ হয় পাঁচদিনের জোড় ইজতেমা।

বিশ্ব ইজতেমার শুরায়ী নেজাম অনুসারীর মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, গত শুক্রবার (২৯ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে শুরু হয় পাঁচদিনের জোড় ইজতেমা। প্রতিবছর বিশ্ব ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে এ জোড় হয়ে থাকে। শুরায়ী নেজামের এ জোড় ইজতেমায় অংশ নিয়েছে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি। এর মধ্যে জোড় ইজতেমায় অংশ নিতে আসা চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ পাঁচদিন বিশ্বের শীর্ষস্থানীয় মুরুব্বিরা ইসলামের দিক-নির্দেশনামূলক বয়ান দেন। শোনান হেদায়েতের কথা। সকালে মুসলিম জাতির ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে শেষ হয় জোড় ইজতেমা।