আওয়ামী লীগ-জাতীয় পার্টি বৈঠকের পর যা বললেন চুন্নু

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ বছর আগে
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। ফাইল ছবি

জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে আজ বুধবার বৈঠক করেছে আওয়ামী লীগ। বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে জাতীয় পার্টি।

রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

চুন্নু বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হয়েছে। এখন আমাদের দলের কো-চেয়ারম্যানরা নিজেদের মধ্যে একটি মিটিং করবেন। আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনে বিস্তারিত বলা হবে।’

বুধবার রাতে গুলশানের একটি বাসায় জাতীয় পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে আওয়ামী লীগ। এই বৈঠকের বিষয়ে দুই দলের কোনো নেতাই বিস্তারিত কিছু বলেননি। যদিও এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের বৈঠকের বিষয়ে বলা হয়েছিল।

আজ বুধবার সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সন্ধ্যায় আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন মুজিবুল হক চুন্নুও। নির্বাচনী কৌশলগত কারণে এ বৈঠক হবে বলে জানান তিনি।