আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন অধ্যক্ষ শাহজাহান সাজু

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক:
উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু । তিনি ব্রাহ্মণবাড়িয়া-০২ (সরাইল-আশুগঞ্জ) আসনে লড়তে এ মনোনয়ন পত্র কিনেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে বিপুল সংখ্যক নেতা কর্মীকে সঙ্গে নিয়ে দলের সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আজহার ভুইয়া, আওয়াম লীগ নেতা মো. আজম খান কাজল, বোরহান উদ্দিন প্রফেসর মো. সাজিদুল ইসলাম, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, মেহেরুন্নেসা, অধ্যক্ষ সলিমউল্লাহ সেলিম, অধ্যক্ষ মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসাইনসহ স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়ন পত্র জমা সংগ্রহ করার আগে বিপুল সংখ্যক নেতাকর্মীদের মিছিল নিয়ে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে উপস্থিত হন অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।

মনোনয়ন পত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিগত ৪০ বছর দল ও দেশের জন্য আমার অবদানের স্বীকৃতি এবং ১৯৭৫ এর পর থেকে আওয়ামী লীগের হাত ছাড়া এই আসনটি উদ্ধারে এলাকাবাসীর দাবি ও আবেগের কথা বিবেচনা করে তাকে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড তথা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন বলে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে এবং জনগণের বিপুল ভোটে আমি বিজয়ী হব।

বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের কারণে জাতীয় সংসদের শূন্য হওয়া পাঁচ আসনে উপ-নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি। আসনগুলোতে উপ-নির্বাচনের জন্য ইতোমধ্যে আগ্রহী প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। উপ-নির্বাচন হওয়া পাঁচটি আসন হচ্ছে, সেগুলো হলো-ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ব্রাহ্মণবাড়িয়া-২।

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আগ্রহীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারছেন। চলবে ৩১ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত।