আওয়ামী লীগের এমন পতন বিশ্বাসই হচ্ছে না সালমান এফ রহমানের

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৫ মাস আগে

দেশ ছেড়ে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তাকে নৌপুলিশ আটক করে নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে নেয়। এরপর ভাইরাল হয় তার ছবি।

নৌকায় তার চিরায়ত দাঁড়িহীন এবং হাত বাধা ছবি, পরনে গেঞ্জি-লুঙ্গি দেখে বিস্মিত হন সবাই।

অবাক সালমান এফ রহমান নিজেও কম নন!

গ্রেপ্তারের পরের দিনই আদালতে তুলে তার রিমান্ড চাওয়া হলে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি আছেন ডিবি হেফাজতে।

ডিবির একটি সূত্র বলছে, রিমান্ডে মুখ খুলতে শুরু করেছেন সালমান এফ রহমান এবং তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

সালমান এফ রহমান সম্পর্কে জানা গেছে, তিনি বিশ্বাসই করতে পারছেন না এতদ্রুত আওয়ামী লীগ সরকারের পতন হতে পারে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, সালমান এফ রহমান মানসিক ট্রমার মধ্যে রয়েছেন।

আরও জানা গেছে, সালমান এফ রহমানকে জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা বলেন, ‘আপনার অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা। ’ এ সময় তিনি নির্বিকার ছিলেন।