যুক্তরাষ্ট্রে অনুষ্ঠ্যেয় ‘টেস্কওয়ার্ল্ড ইউএসএ/এপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’ শীর্ষক তিন দিনের বাণিজ্য মেলায় অংশ নিয়ে এরই মধ্যে সুনাম কুঁড়িয়েছে। মেলায় দ্বিতীয় দিনে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মেলায় পরিদর্শন করেছেন।
দূতাবাসের মিনিস্টার (কর্মাস) মো. সেলিম রেজা মেলায় অংশ নেয়া বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখেন। এসময় তিনি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে নেতৃত্ব দেয়া বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেলায় অংশ প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক বিষয় এবং মেলা পরবর্তী বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দেন তিনি। এ সময় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খানসহ মেলায় অংশ নেয়া বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: নিউ ইয়র্ক অ্যাপারেল ফেয়ারে বাংলাদেশের প্রতিষ্ঠান ঘিরে আগ্রহ
মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের দশ প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের স্থানীয় এবং আন্তর্জাতিক ক্রেতা ও ব্যবসায়িরা বাংলাদেশের স্টলগুলো আগ্রহ নিয়ে আসছেন বলে জানা গেছে।
৩১ জানুয়ারি শুরু হওয়া এই মেলার আজ (২ ফেব্রুয়ারি) শেষ হবে।
বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেনের নেতৃত্বে মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশি ১০টি প্রতিষ্ঠান।
২২টি দেশের মোট ৩২৪ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার প্যাভিলন রয়েছে এ মেলায়। অংশ নিচ্ছে চীনের ১৭৫টি প্রতিষ্ঠান।
বাংলাদেশের যে সব কোম্পানি নিউইয়র্ক মেলায় অংশ নিচ্ছে সেগুলো হলো- আরজিন্স প্রডিউসার লি., হাম-মীম ডেনিম, পাওনিয়ার ডেনিম, ম্যাস্ক উইল বিডি, পেঙ্গনু গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল অ্যাপারেল, এনটুএন সোর্সিং।
এসব কোম্পানি বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশনের আওতায় মেলায় অংশ নেবে। তাছাড়া ঢাকা ফারইস্ট এবং উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস) সরাসরি মেলায় অংশ নিচ্ছে।