অস্ট্রেলিয়ার কাছে হারলেও চ্যাম্পিয়নস ট্রফি খেলবে বাংলাদেশ!

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে

বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের বড় ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। কিউইরা জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে ১৬০ বল হাতে রেখেই। এত বড় ব্যবধানে হারায় নেট রানরেটে বেশ পিছিয়ে পড়েছে লঙ্কানরা। প্রায় ছিটকে গেছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি থেকেও।

তাতে আসল লাভটা হয়েছে মূলত বাংলাদেশের।

পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের সেরা ৮-এ থাকতে হবে যেকোনো দলকে। এদিকে, এক ম্যাচ হাতে রেখে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে বাংলাদেশ আছে লিগ টেবিলের ঠিক ৮ নম্বর স্থানে। সমান পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা ৯-এ।

বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। প্রতিপক্ষ কঠিন হলেও, সেই ম্যাচ জিতলেই সেরা ৮-এ বাংলাদেশের থাকা নিশ্চিত। ফলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির টিকিটও নিশ্চিত হবে। তবে হেরে গেলেও থাকছে সেই সুযোগ। সেই ক্ষেত্রে হারতে হবে পয়েন্ট টেবিলের ১০-এ থাকা নেদারল্যান্ডসকেও, যারা নিজেদের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক ভারতের সঙ্গে।

তবে কোনো কারণে নেদারল্যান্ডস যদি অঘটন ঘটিয়েই দেয়, তবে জয়ের কোনো বিকল্প পথ খোলা থাকবে না টাইগারদের সামনে।

এদিকে, নেদারল্যান্ডস হেরে গেলে, বাংলাদেশ হেরেও পাবে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ। সেক্ষেত্রে দুটি সমীকরণ মেলালেই চলবে। এক. পরে ব্যাটিং করলে ১৭৫ রানের বেশি ব্যবধানে হারা যাবে না। দুই. প্রতিপক্ষ অস্ট্রেলিয়া পরে ব্যাটিং করলে, ছুড়ে দেওয়া লক্ষ্য দলটি যেন ২২ ওভারের আগে ছুঁয়ে ফেলতে না পারে!

এ দুটি হিসাব মেলাতে পারলেই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ।