ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী বছরের জুলাইয়ের ২৬ তারিখ থেকে আগস্ট মাসের ১১ তারিখ পর্যন্ত।
আসন্ন এই অলিম্পিক প্রতিয়োগিতায় হিজাব পরেই নারীরা খেলতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আওসি)।
ফ্রান্সের ক্রীড়া মন্ত্রীর তার দেশের প্রতিনিধিত্বকারী নারী ক্রীড়াবিদদের খেলার সময় হিজাব পরার নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক দিন পরেই এ কথা জানায় আওসি। দেশটির ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওদেয়া-কারতেরা বলেন, খেলায় অংশ নেওয়া নারীদের হিজাব পরতে দেওয়া হবে না। জাতিসংঘ এই নীতির নিন্দা করেছে।
জাতিসংঘের মানবাধিকার অফিসের মুখপাত্র মার্তা হুর্তাদো বলেন, ‘কোনো নারীকে কী পরতে হবে বা কী পরতে হবে না তা জোর করে চাপিয়ে দেওয়া উচিত নয়।’ দ্য গার্ডিয়ান।