অর্জুনের পোশাকহীন ছবি প্রকাশ করলেন মালাইকা

:: আনন্দধারা ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ years ago
ছবি: মালাইকার ইন্সটাগ্রাম থেকে

অর্জুন কাপুরের শরীরে কোনো পোশাক নেই। একটি বালিশ দিয়ে নিজেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। এমন অবস্থায়ই সোফায় আরাম করে শুয়ে আছেন এই অভিনেতা।

সেই মুহুর্তের ছবি ক্যামেরাবন্দী করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।

শুধু ছবি তুলেই থেমে থাকেননি! সেটি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার একান্ত অলস ছেলেটা’।

মালাইকার সেই ছবি পোস্ট করতেই হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরা নানা রকমের মন্তব্য করছেন ছবিটিকে ঘিরে।

যার অধিকাংশই নেতিবাচক।

পাবলিক রিঅ্যাকশনের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কেউ লিখেছেন, ‘নিজের ছেলের কথা ভাবুন।’ কেউ প্রশ্ন তুলেছেন, ‘মালাইকা কিভাবে এই ছবিটা প্রকাশ করলেন?’ কেউ আবার ‘লজ্জাজনক’ বলেও মন্তব্য করেছেন।

অর্জুন-মালাইকার সম্পর্কের খবর নতুন কিছু নয়।

বহুদিন ধরেই প্রেম করছেন এই জুটি। বয়সে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে প্রেমে বাধা আসেনি মালাইকার। বিভিন্ন সময়েই দুজনকে একসঙ্গে দেখা গেছে।

নিন্দুকেরা তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা মন্তব্য করলেও এবার অর্জুনের খোলামেলা ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের গভীরতাও যেনো বুঝিয়ে দিলেন এই অভিনেত্রী।


আমাদের ইউটিউব চ্যানেলে ভার্চুয়াল মতামত ও অন্যান্য ভিডিও পাবেন।

গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।


Public Reaction একটি মতামতভিত্তিক সাইট।
মূলধারার সংবাদ এবং মতামত, প্রবন্ধ, গল্প, কবিতাসহ সৃজনশীল লেখা প্রকাশের একটি মুক্তমাধ্যম এটি। লিখুন আপনিও।
ইমেইল: opinion2mail@gmail.com, info@publicreaction.net