অবশেষে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হচ্ছে খালেদা জিয়ার

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ মাস আগে

উন্নত চিকিৎসার জন্য ডিসেম্বরেই যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরমধ্যেই ঠিক হয়ে তার সফরসঙ্গী হচ্ছেন কারা। এ সফরেই প্রায় ৮ বছর পর লন্ডনে থাকা বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা হবে বেগম জিয়ার।

ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার সবশেষ দেখা হয়েছিল ২০১৬ সালে। ওই বছরের ৯ সেপ্টেম্বর সৌদি আরবের রাজকীয় আমন্ত্রণে সপরিবারে ওমরা পালন করেছিলেন মা-ছেলে। এরপর কেটে গেছে আট বছর। লন্ডনে অবস্থানরত তারেক রহমানের সঙ্গে দেখা হয়নি মা খালেদা জিয়ার। পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগও পাননি বিএনপি চেয়ারপারসন। ফলে এই আট বছরে দেশের বাইরে কোথাও তার যাওয়া হয়নি।

অবশেষে দীর্ঘ অনিশ্চয়তা শেষে লিভার প্রতিস্থাপনের উদ্দেশে কিছুদিনের মধ্যে দেশ ছাড়বেন বেগম খালেদা জিয়া। এই যাত্রাতেই লম্বা সময় পর লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হবে বিএনপির চেয়ারপারসনের। সেখান থেকেই তার যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালে।

জানা গেছে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফেরার পথে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনও করতে পারেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে নিউজ টোয়েন্টিফোরকে দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, বিশেষ করে তিনি মুক্ত হওয়ার পরে, আমরা চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য। তার ভিসার যে জটিলতা ছিল, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঠিক করা হয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে আসার পর ম্যাডাম কিছুটা স্টেবল আছে। গতকালও তিনি হাঁটার চেষ্টা করেছেন এবং কিছুটা হেঁটেছেনও।

খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্তত ১৬ জনের মতো সফরসঙ্গী হবেন বিদেশ যাত্রায়।