‘অপারেশন ডেভিল হান্ট’ কী এবং যেভাবে পরিচালিত হয়

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ২ মাস আগে

বাংলাদেশে ৮ ফেব্রুয়ারি ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে একটি বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। এই অভিযানে সেনা, বিমান ও নৌবাহিনীসহ পুলিশ, বিজিবি, আনসার এবং কোস্ট গার্ডের সদস্যরা অংশগ্রহণ করছেন।

অপারেশন ডেভিল হান্ট এর উদ্দেশ্য:

আইনশৃঙ্খলা রক্ষা: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালিত হচ্ছে।

সন্ত্রাসীদের গ্রেপ্তার: গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সারাদেশে অভিযানে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে যে অভিযান শুরু হয়েছে, সেটির সঙ্গে যৌথ বাহিনীর চলমান অভিযানের ‘পার্থক্য’ রয়েছে। এই অভিযানে বিভিন্ন বাহিনীর সদস্যরা একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সমন্বিতভাবে কাজ করবেন, যা পূর্ববর্তী যৌথ বাহিনীর অভিযানের থেকে ভিন্ন।

পুলিশ প্রধান আরও বলেন, প্রায় পাঁচ মাস ধরে যে অভিযান চলছে, সেখানে বাহিনীগুলো অপারেশন ফিল্ডে গিয়ে ‘যার যারটা মিলিয়ে নেন’, কিন্তু এখানে পরিকল্পনাটা সব বাহিনী একটি নিয়ন্ত্রণ কক্ষে বসে করবে।

উল্লেখ্য, ‘অপারেশন ডেভিল হান্ট’ এর ব্যাপারে আজ রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।