অনলাইনে ছবি বিক্রি করে কিভাবে আয় করবেন

::
প্রকাশ: ২ years ago

পাবলিক রিঅ্যাকশন ডেস্ক: 
ফটোগ্রাফি বিশ্বজুড়েই একটি জনপ্রিয় পেশা। আবার, শৌখিন ফটোগ্রাফারেরও অভাব নেই দেশে। এটি প্রায় প্রতিটি মানুষেরই একটি শখও। ভার্চুয়াল দুনিয়ায় এই শখের পেশাটি থেকেও আয় করার সুযোগ রয়েছে।

আজ আমরা এরকম একটি ওয়েবসাইট সম্পর্কে জানাবো যেখানে আপনি অনলাইনে ছবি বিক্রি করে আয় করতে পারবেন। ওয়েবসাইটটির নাম হলো Picxy

এই ওয়েবসাইটটি হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্টক ফটো কোম্পানি। এখানে আপনি আপনার মোবাইল ক্যামেরা ও ডিজিটাল ক্যামেরা দ্বারা তোলা ছবি বা ফটো বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

 

যেভাবে অনলাইনে ছবি বিক্রি করে আয় করবেন

Pixcy তে ফটো বিক্রি করে টাকা আয় করার আগে অবশ্যই আপনাকে একটি ফটোগ্রাফার একাউন্ট তৈরি ও সেটআপ করতে হবে। যা আমি আপনাদের নিচে স্টেপ বাই স্টেপ জানাবো।

তার সাথে জানাবো যে কিভাবে আপনার নতুন একাউন্টে ৫০ টাকা ফ্রিতে পাবেন এবং Picxy তে আয়ের পরিমান বৃদ্ধি করতে পারবেন।

স্টেপ বাই স্টেপ পিক্সি একাউন্ট তৈরি পক্রিয়া

১. সবার প্রথমে এখানে ক্লিক করে Picxy ওয়েবসাইটটির মধ্যে যান এবং সেখান থেকে “Sign Up” এর মধ্যে ক্লিক করুন।

Picxy ফটো বিক্রি করে টাকা আয় করার ওয়েবসাইট
Picxy.com

২. “Sign Up” এর মধ্যে ক্লিক করার পর আপনার সামনে সাইন আপ পেজ ওপেন হয়ে যাবে তারপর “Photographer Sign Up” ক্লিক করুন এবং সেখানে:

  • আপনার প্রথম ও শেষ নাম প্রদান করুন।
  • তার পর আপনার Picxy একাউন্টের জন্য একটি ইউসার নাম নির্বাচন করুন।
  • এরপর আপনার ইমেইল আইডি প্রদান করুন। অবশ্যই ভ্যালিড ও চলতি ইমেইল আইডি লিখবেন।
  • এবং আপনার Picxy একাউন্টের জন্য পাসওয়ার্ড প্রদান করুন।
  • আপনার একাউন্টে ৫০ টাকা ফ্রিতে পেতে Referral Code এর জায়গায় “SMCAYDF” কোডটি কপি পেস্ট করুন।
যেভাবে ফটো বিক্রি করে টাকা আয় করবেন
photographer sign up page

এরপর সমস্ত বক্স পূর্ণ করার পর নিচে “I have read and agree to the terms & conditions” এর মধ্যে ক্লিক করে “Sign Up” ক্লিক করুন।

৩. “Sign Up” ক্লিক করার পর Picxy আপনার প্রদান করা ইমেইল আইডির মধ্যে একটি কনফরমেশন মেইল পাঠাবে।

যেখানে আপনাকে ভেরিফাই বা প্রমান করতে হবে যে প্রদত্ত ইমেইল আইডিটি আপনার।

তাই সেই ইমেইল আইডির ইনবক্সে যান এবং Picxy দ্বারা সেন্ড করা মেইলটি ওপেন করে “Active Your Account” ক্লিক করুন।

picxy ইমেইল একাউন্ট ভেরিফিকেশন
Email activation process

৪. “Active Your Account” ক্লিক করার পর আপনার পিক্সি একাউন্টটি সম্পূর্ণ ভাবে একটিভ হয়ে যাবে ব্যবহারের জন্য।

এইবার পুনরায় পিকক্সি ওয়েবসাইটে গিয়ে ওখানে “Log in” এর মধ্যেও ক্লিক করুন।

Picxy log in page

তারপর সেখান থেকে ফটোগ্রাফার লগ ইন সিলেক্ট করুন এবং আপনার ইমেইল আইডি ও পাসওয়ার্ড প্রদান করে “Log In” ক্লিক করুন।

picxy লগ ইন পেজ
Picxy photographer log in

ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে “Log In” ক্লিক করার পর আপনার সামনে Picxy ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এবার চলুন আমরা সেটআপ গুলি দেখেনি।

 

পিক্সি প্রোফাইল, পেমেন্ট ও রেফারেল সেটআপ

picxy ড্যাশবোর্ড
Picxy dashboard

আপনার একাউন্টটি ভেরিফাই ও একটিভ হয়ে যাওয়ার পর যখন আপনি ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আপনার সামনে ঠিক এরকমই একটি পেজ ওপেন হবে যেটি হল আপনার Picxy ড্যাশবোর্ড।

আপনি ড্যাশবোর্ডের মাঝখানে “Click here to upload” অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটো আপলোড করতে পারবেন Picxy এর মধ্যে।

এছাড়া বাম দিকে Photos ও Account এই দুটি সেকশনের মধ্যে যে অপশনগুলি পাবেন সেগুলি হল,

Photos

  • Drafts- এখানে আপনার ড্রাফটস করা ফটো বা ইমেজগুলি দেখতে পারবেন।
  • In Review- পাবলিশ হওয়ার পূর্বে যে ফটোগুলি রিভিউ পক্রিয়ার মধ্যে দিয়ে যাবে সেগুলি এখানে দেখতে পাবেন।
  • Published- রিভিউ হওয়ার পর আপনার যেসমস্ত ফটো বা ইমেজ গুলি পাবলিশড ও লাইভ হয়ে যাবে সেই সমস্ত ফটোগুলি এখানে দেখতে পাবেন।
  • Rejected- কোনো কারণ বাসতো আপনার কোনো ফটো বা ফটোগুলি যদি রিজেক্ট বা প্রত্যাখ্যান করা হয় সেই সমস্ত ফটোগুলি এখানে পাবেন।

Accounts

এখানে সব থেকে গুরুত্বপূর্ণ সেটিংস বা অপশন গুলি আছে এবং যার মধ্যে কিছু অপশন আপনার একাউন্ট তৈরির পর সঙ্গে সঙ্গে সেটআপ করা উচিত। যেরকম,

  • Profile- অবশ্যই এখানে গিয়ে আপনার নাম, বায়ো এবং অন্যান্য বিষয়গুলি যাচাই, পরিবর্তন ও যুক্ত করে নিন।
picxy প্রোফাইল সেটআপ
Profile setup
  • Earnings- এখানে আপনার ফটো বা ইমেজ গুলি থেকে উপার্জিত অর্থের পরিমান জানতে পারবেন।
  • Payments- অনলাইনে ছবি বিক্রি করে যা আয় হবে তা এখান থেকে আপনার ব্যাঙ্ক অথবা Paypal একাউন্টের মধ্যে ট্রান্সফার করতে পারবেন। তবে তার আগে অবশ্যই আপনাকে আপনার পেমেন্ট মেথড নির্বাচন করতে হবে।
picxy থেকে অনলাইনে ছবি বিক্রি করে আয় করা টাকা যেভাবে তুলবেন
Picxy payment details

আপনি যদি ভারতের বাসিন্দা হন সেই ক্ষেত্রে সরাসরি আপনার ব্যাঙ্ক একাউন্টের মধ্যেই টাকা ট্রান্সফার করতে পারবেন।

আর আপনি যদি ভারত ছাড়া অন্য দেশের বাসিন্দা হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি খুব সহজেই Paypal একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন।

অবশ্যই মনে রাখবেন যে পিক্সি থেকে আপনি সর্বনিম্ন ২০০ টাকা উত্তলোন করতে পারবেন অর্থাৎ ২০০ টাকা হওয়ার পরিই আপনি তা ট্রান্সফার করতে পারবেন।

  • Referrals- আপনি যদি Picxy থেকে আপনার উপার্জনের পরিমান আরো বৃদ্ধি করতে চান তাহলে এর রেফেরাল প্রোগ্রাম অবশ্য ব্যবহার করুন।
অনলাইনে ছবি বিক্রি করে আয় করার পাশাপাশি রেফার করেও আয় করুন
Picxy referrals program

আপনার রেফার করা কোড অথবা লিংক থেকে যখনি কেউ একাউন্ট তৈরি ও তার প্রথম ফটো পাবলিশ করবে আপনি তার জন্য ১০ টাকা করে পাবেন।

শুধু তাইনা যে বেক্তি আপনার রেফারেল লিংক বা কোড দ্বারা একাউন্ট তৈরি ও তার প্রথম ফটো আপলোড করবে সে তার একাউন্টে ৫০ টাকা পাবে।

আপনার রেফার করা লিংক অথবা কোড থেকে অর্জিত অর্থের পরিমান ১০০ টাকা হয়ে গেলে আপনি তখন তা ট্রান্সফার করতে পারবেন।

Picxy Contributor Share

নীচের সারণী অনুসারে আপনার প্রকাশিত ফটোগুলির সংখ্যার ভিত্তিতে পিক্সি আপনার অ্যাকাউন্টকে কন্ট্রিবিউটর রেভিনিউ শেয়ার হিসাবে যে পরিমান অর্থ প্রদান করবে।

অনলাইনে ছবি বিক্রি করে কত শতাংশ আয় করবেন
Picxy contributor share

 

আশা করছি আপনাদের এই আর্টিকেলটি ভালো লেগেছে এবং আপনারাও এখন থেকে আপনাদের ফটো বিক্রি করে টাকা আয় করা শুরু করবেন।