‘অতিরিক্ত ভালো’ বলে কাকাকে ছেড়ে গেছেন তার স্ত্রী

:: স্পোর্টস ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৯ মাস আগে

বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার কাকার সাবেক স্ত্রী ক্যারল সেলিকো এক অদ্ভুত কথা জানিয়েছেন। তিনি বলেছেন, তার সাবেক স্বামী কাকা, অতিরিক্ত ভালো ছিলেন। এ জন্যই নাকি তিনি কাকা’কে ছেড়েছিলেন।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এমনটিই দাবি করেছে।

কাকার সাবেক এই স্ত্রী জানিয়েছেন, ‘কাকা কখনোই আমাকে ধোকা দেয়নি। সে কখনোই আমার গায়ে হাত তোলেনি বা খারাপ আচরণ করেনি। সমস্যা হচ্ছে, সে আমার জন্য অতিরিক্ত ভালো ছিল।’
২০১৫ সালে কাকা এবং সেলিকোর বিবাহবিচ্ছেদ হয়।

এদিকে এমন বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে রীতিমতো হাস্যরসের শিকার হচ্ছে কাকা’র সাবেক এই স্ত্রী। কাকা’কে ছেড়ে যাওয়ার তার এই অদ্ভুত বক্তব্য শুনে কেউ হাস্যরস করছেন আবার কেউ করছেন সমালোচনাও।

তবে কারণ যা ই হোক, ফুটবল ভক্তরা ঠিকই জানেন মাঠ এবং মাঠের বাইরে কাকা কেমন ছিলেন। সর্বদা শান্ত এবং হাসিমুখে থাকতেই দেখা গেছে কাকা’ কে। মাঠের খেলায় কখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন কাকা। ২০০৭ সালে তিনি ব্যালন ডি’অরও পেয়েছিলেন।