৫ লাখ টাকার কম আয় হলেই এক পাতার রিটার্ন ফরম

:: পাঁচ ফোড়ন ডেস্ক ::
প্রকাশ: ১০ মাস আগে
সংগৃহীত ছবি

এক পাতার ফরম পূরণ করেই এবার আয়কর বিবরণী জমা দেওয়া যাবে। ২০২০ সালে প্রথমবারের মতো এমন সুবিধা চালু করেছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সে বছর থেকে যাদের আয় বছরে চার লাখ টাকার কম বা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম, তারা এ ধরনের সুবিধা পেতেন। চলতি বছরে বার্ষিক আয়ের সীমা ১ লাখ টাকা বাড়িয়ে সেটি করা হয়েছে ৫ লাখ টাকা। মোট সম্পদের পরিমাণের সীমা রয়েছে অপরিবর্তিত।

করদাতার ছবি, নাম, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), কর সার্কেল, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সম্পদের পরিমাণ, করযোগ্য আয় ও করের পরিমাণ দিয়ে খুব সহজেই এক পৃষ্ঠার ওই ফরম পূরণ করে দেওয়া যাবে আয়কর রিটার্ন। যাদের আয় ৫ লাখ টাকার নিচে কিংবা সম্পদের পরিমাণ ৪০ লাখ টাকার কম, সেসব করদাতারা এক পৃষ্ঠার রিটার্ন ফরমে আয়কর বিবরণী জমা দিতে পারবেন।

তবে বার্ষিক আয় ৫ লাখ টাকার কম হলে কিংবা ৪০ লাখ টাকার কম সম্পদ থাকলেও কোনো করদাতার যদি একটি গাড়ি থাকে, কিংবা সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট থাকে, তাহলে তাদের জন্য এক পৃষ্ঠার ফরম প্রযোজ্য হবে না। তাদের পুরোনো ফরমে রিটার্ন দিতে হবে।

আরও পড়ুন: আয়কর রিটার্নে যেভাবে সঞ্চয়পত্রের সুদ দেখাবেন

নতুন আয়কর আইনের আওতায় আয়কর রিটার্ন বিধিমালা সংক্রান্ত এক প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। গত ১২ সেপ্টেম্বর তারিখের ওই প্রজ্ঞাপন ১৪ সেপ্টেম্বর ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

 

আরও পড়ুন: রিটার্ন দাখিলে যেসব কাগজপত্র জমা দিতে হবে

প্রজ্ঞাপনে মোট চার ধরনের ফরমের নমুনা প্রকাশ করা হয়েছে। স্বাভাবিক ব্যক্তি শ্রেণির জন্য বার্ষিক আয় অনূর্ধ্ব ৫ লাখ টাকা কিংবা মোট পরিসম্পদ অনূর্ধ্ব ৪০ লাখ টাকা হলে করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম, যাদের আয় শূন্য থেকে ৫ লাখ টাকার নিচে তাদের এক পৃষ্ঠার কর রিটার্ন ফরম এবং কোম্পানি করদাতার রিটার্ন ফরম ও স্বাভাবিক ব্যক্তি বা কোম্পানির বাইরে অন্যান্য করদাতার জন্য আয়কর রিটার্ন ফরম।