রণবীরের সঙ্গে ভাইরাল অন্তরঙ্গ রাশমিকা

:: আনন্দধারা ডেস্ক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১২ মাস আগে
সংগৃহীত ছবি

কাশ্মির থেকে কন্যাকুমারী, সবার ক্রাশ রাশমিকা মান্দানা। দক্ষিণ ছাপিয়ে অভিষেক ঘটেছে বলিউডেও। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। ছবিতে তিনি জুটি বেঁধেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুরের সঙ্গে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী দুই তারকার ভক্তরা।

আগেই মুক্তি পেয়েছে ট্রেলার। সেটি বেশ আলোচনায় এসেছিল। এবার আলোচনায় রয়েছে ছবিটির গান। সম্প্রতি মুক্তি পেয়েছে এটি। ‘হুয়া মে’ শিরোনামের এ গানে বেশ রোমান্টিক অবয়বে দেখা দিয়েছেন রণবীর-রাশমিকা। দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়ও!

মেঘের দেশে উড়ে ককপিটের মধ্যেই ঠোঁটে ঠোঁট রাখেন এ জুটি। পৌনে তিন মিনিটের গানে অসংখ্যবার রাশমিকাকে চুমু খেতে দেখা গেছে রণবীরকে। আর তাতেই তোলপাড় শুরু হয়ে গেছে সোশ্যালে। এ গান দিয়ে ভাইরাল রাশমিকা।

তবে গানের দৃশ্যের প্রয়োজনে এমন ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হওয়াটা রাশমিকা উপভোগ করছেন ভালোই। সোশ্যালে ছবি শেয়ার করে রাশমিকা লেখেন, ‘আমার প্রিয় গান’।

যদিও নায়িকার ভক্তরা বেশ বিরক্তই। ছবির পোস্টার, ট্রেলার, গান- সবখানেই চুম্বনরত দৃশ্য রাশমিকার, যা দেখে চটেছেন অনুরাগীরা। ছবিকে বয়কটও করতে চাইছেন তারা। তাহলে কি বড়পর্দায় বিবাহিত পুরুষকে চুম্বন করার জন্যই তার অনুরাগীরা রেগে গিয়েছেন? গান প্রকাশের পর কেউ কেউ বলছেন, ‘২ মিনিটের গানে লিরিকের চেয়ে কিসিং সিন বেশি! এ ছবি পরিবার নিয়ে কীভাবে দেখব!’

অ্যানিমেল চলচ্চিত্রটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এর আগে ‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমাগুলোর পরিচালনা করেন সন্দীপ। অ্যানিমেল মুভিতে রণবীরের বাবার চরিত্রে রয়েছেন অনিল কাপুর। ভিলেন হিসেবে হঠাৎ দেখা যায় ববি দেওলকেও। মুভিটি চলতি বছরের আগস্টে মুক্তির কথা থাকলেও পোস্ট-প্রোডাকশন কাজের কারণে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।