মা হারালেন নায়িকা পূজা চেরী

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৬ মাস আগে
মা ঝর্ণা রায়ের সঙ্গে নায়িকা পূজা চেরী।

মা হারালেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। রোববার (২৪ মার্চ) সকাল ১১টার দিকে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা ঝর্ণা রায়। খবরটি নিশ্চিত করেন পূজার পারিবারিক বন্ধু ও প্রযোজক আব্দুল আজিজ।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

বাসাতেই চিকিৎসা চলছিলো। রোববার সকালে তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।

মডেলিং ও শিশুশিল্পী হিসেবে পূজার শোবিজে পথচলা শুরু। ২০১২ সালে ভালোবাসার রঙ সিনেমার মধ্য দিয়ে এই অভিনেত্রীর বড় পর্দায় আগমন।