মালদ্বীপে পর্দা নামলো এডুভেস্টের এডুকেশন এক্সপো স্টাডির

:: মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::
প্রকাশ: ১১ মাস আগে

পর্দা নামলো উচ্চশিক্ষার নিশ্চয়তায় মালদ্বীপে অনুষ্ঠিত ‘এডুভেস্ট স্টাডি অ্যাব্রোড এক্সপো ২০২৩’ এর। উৎসুক শিক্ষার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টরা বলছেন, এবারের আয়োজন ছিল সফল একটি আয়োজন। 

শীর্ষস্থানীয় বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর অংশগ্রহণে বৃহস্পতিবার শুরু হওয়া এক্সপোর শনিবার (৭ সেপ্টেম্বর) ছিল শেষ দিন।

মালদ্বীপের মীরুমায় অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এক্সপোর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী ড. ইব্রাহিম হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিনাল এস এম আবুল কালাম আজাদ এবং অস্ট্রেলিয়া, ও মালয়েশিয়ার হাইকমিশনাররা।

শেষ দিনে অনেক প্রবাসী বাংলাদেশী নাগরিকদের দেখা গেছে। বিশেষ করে থাই এয়ারওয়েজের সিনিয়র কর্মকর্তা আবদুল হান্নান রাজু, মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান জহিরুল ইসলাম,আলতাফ হোসেন, মনির হোসেন।

এবারের এডুভেস্ট স্টাডি এক্সপো ২০২৩- এ প্রায় ৪০০ জন ছাত্র-ছাত্রী অনলাইনে ফরম পূরণ করেছেন। এদের বেশিরভাগ ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় ছিলো  বাংলাদেশ।বিকেল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই এক্সপো সবার জন্য উন্মুক্ত ছিল। ইভেন্টটি শেষ হয়েছে শনিবার রাত দশটায়।