ভারতীয় সেনা ফেরত পাঠাবেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট

:: মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::
প্রকাশ: ১১ মাস আগে

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুইজ্জু ক্ষমতা গ্রহণ করেই তার দেশে অবস্থানকারী ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২ অক্টোবর) রাজধানী মালেতে এক সমাবেশে তিনি এ ঘোষণা দিয়েছেন।

মুইজ্জু বলেছেন, দায়িত্ব পাওয়ার প্রথম দিনই ভারতীয় সেনাদের দেশ থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু করব। বিদেশি সেনাদের দেশের ভেতরে থাকতে দেওয়ার অনুমতি আর মিলবে ন। জনগণ বিদেশি সেনা চায় না।

নির্বাচনী ইশতেহারে চীনপন্থি হিসেবে পরিচিত মুইজ্জু প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে সব ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে।

ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সুলিহের দাবি, মালদ্বীপে ভারতের অর্থায়নে কিছু নির্মাণ প্রকল্প চলছে। এসব প্রকল্পেই ভারতীয় সেনারা কাজ করছেন। তাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।

কিন্তু মুয়িজ্জুর অভিযোগ, কোনো ধরনের ন্যায্যতা ছাড়াই তার দেশে ভারতীয় সেনারা অবস্থান করছে।

ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি অবস্থানগত ভাবে গুরুত্বপূর্ণ। চীন ও ভারত উভয়ে দেশটিতে প্রভাব বিস্তার করতে চায়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) মালদ্বীপে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৫৪ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিরোধী দল প্রোগ্রেসিভ পার্টি অব মালদ্বীভসের (পিপিএম) প্রার্থী মুইজ্জু। ৪৬ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সুলিহ। সুলিহ ভারতপন্থি হিসেবে পরিচিত।