বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি

::
প্রকাশ: ১১ মাস আগে
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং এর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সম্মেলনে নির্বাচিত প্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট রমিজ উদ্দিন তানভীর ৷

আরও উপস্থিত ছিলেন উপদেষ্টামণ্ডলীর সদস্য, হাবিব খান হৃদয় ও ফোরকান ভূঁইয়া। শপথবাক্য পাঠ করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আলী আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক নূর হোসেন পুষ্পা।

আরও উপস্থিত ছিলেন কামরুল হাসান বেপারী, রুবেল ভূঁইয়া, সেলিনা আক্তার মিলি, এম আর মাহমুদ নাসির, ফরহাদ, নীলা বেগম, ইব্রাহিম, আ. আলিম প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশনের আগামীর কর্মপরিকল্পনা ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি মশিউর রহমান। কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে- মালয়েশিয়াসহ বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ প্রবাসী বন্ধু ফাউন্ডেশন এর সব সদস্যদের সুখে দুঃখে সব সময় সংগঠন তাদের পাশে থাকবে।

বাংলাদেশ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং আপনি যে দেশে অবস্থান করবেন সেই দেশের হাইকমিশনারের সাথে প্রবাসীদের সেতুবন্ধন তৈরি করতে সংগঠন অঙ্গীকারবদ্ধ।

পরে কুয়ালালামপুর শাখা কমিটি ঘোষণা করা হয়। কলালামপুর শাখা কমিটির নবনির্বাচিত হলেন সভাপতি রয়েল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি-মারুফ আহমেদ বাবু, সহ-সভাপতি-রুবেল আকন্দ, সাধারণ সম্পাদক- সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক-সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক -আবু সাহিদ, সাংগঠনিক সম্পাদক- মো. বিল্লাল হোসেন সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক -কাজী সানি, সহ সাংগঠনিক সম্পাদক- সাব্বির হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কায়ছার হামিদ হান্নান, সাংবাদিক এম এ আবির, সাংবাদিক বাপ্পি কুমার দাস, সাংবাদিক এস এম সৌরভ, সাংবাদিক এস এম সোনিয়া হালিমা এবং বাংলাদেশ কমিউনিটির নেতা প্রমুখ।