প্রধানমন্ত্রীকে নিয়ে যুবলীগ নেতার ‘কটূক্তি’, অডিও ফাঁস

:: পা.রি. রিপোর্ট ::
প্রকাশ: ১২ মাস আগে


জামালপুরের বকশিগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও মেরুরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিকুর রহমানের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সেখানে তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে ‘কটূক্তি’ করতে শোনা যায়।

গত কয়েক দিন ধরে ওই অডিও নিয়ে বকশিগঞ্জজুড়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নিন্দার ঝড়। এ ঘটনায় ওই যুবলীগ নেতাকে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

১০ মিনিট ৪৪ সেকেন্ডের কল রেকর্ডের অপর প্রান্তে ছিলেন একজন নারী। কল রেকর্ডে শোনা যায়, ওই নারী নিজেকে সিদ্দিক চেয়ারম্যানের সাবেক স্ত্রী হিসেবে দাবি করছেন। সম্পূর্ণ কথোপকথনে ওই নারীর সঙ্গে সিদ্দিক চেয়ারম্যানের পারিবারিক ও ব্যবসায়ীক আলাপ হয়। সেখানে ওই নারী তার সন্তানকে দেখাশোনা করার জন্য সিদ্দিক চেয়ারম্যানকে অনুরোধ করেন। এ ছাড়া নিজের মোবাইলে একজন নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও থাকার কথা জানান সিদ্দিক চেয়ারম্যান। কল রেকর্ডটির ৭ মিনিটের পর ওই নারী সিদ্দিক চেয়ারম্যানের ব্যবসা খারাপ হওয়ার কারণ জানতে চাইলে সিদ্দিক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে কি ব্যবসা আছে…।’

এই কথার সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পদ্মা সেতু নিয়ে ‘কটূক্তি’ করতে শোনা যায় তাকে।

এ বিষয়ে জানতে মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে ফোন করা হলে তিনি বলেন, ‘যে কল রেকর্ডটি ভাইরাল হয়েছে সেটি আমার নয়। এটি সম্পূর্ণ এডিট করা। কারও সঙ্গে আমার এমন কথা হয়নি। আর আমার কোনো দ্বিতীয় স্ত্রী বা সন্তান নেই। আমাকে হেয় করার জন্য একটি মহল এসব করছে। আমি মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, ‘মোহাম্মদ সিদ্দিকুর রহমান যদি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’