নবনির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন সোলিহ

:: মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি ::
প্রকাশ: ১২ মাস আগে

প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ নব নির্বাচিত প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন।

শনিবার রাতে এক টুইটবার্তায় প্রেসিডেন্ট সোলিহ গণতন্ত্রের দৃষ্টান্ত স্থাপনের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি এমডিপি এবং এপির সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই যারা আমার সাথে কাজ করেছেন এবং সমস্ত নাগরিককেও ধন্যবাদ জানাই যারা আমাকে ভোট দিয়েছেন।

বিরোধী দল পিপিএম-পিএনসি জোটের প্রার্থী ড. মোহাম্মদ মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচনের অস্থায়ী ফলাফলে বিজয়ী হয়েছেন। নির্বাচনে স্থাপিত ৫৮৬টি ব্যালট বাক্সের মধ্যে একটি ব্যতীত সবগুলোর ফলাফল ঘোষণা করা হলেও মুইজ্জু ১৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে নির্বাচনে জয়ী হন।

সব মিলিয়ে, মুইজ্জু ভোট পেয়েছেন ১,২৬,১৬০ এবং বর্তমান রাষ্ট্রপতি ভোট পেয়েছেন ১,০৭,৪৪৪।

রাষ্ট্রপতি সোলিহ কেবল দুটি জেলা থেকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়েছে; আলিফু আলিফু এটোল এবং আদ্দু সিটি।

মুইজ্জু প্রথম রাউন্ডে নির্বাচনে নেতৃত্ব দিয়েছিলেন যেখানে মোট আট জন প্রার্থী ছিলেন। এই ক্ষেত্রে, মুইজ্জু মোট ৪৬ শতাংশ ভোট পেয়েছিলেন, যা একটি নির্বাচনে সরাসরি জেতার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের চেয়ে মাত্র চার শতাংশ কম। প্রেসিডেন্ট সোলিহ প্রথম রাউন্ডে ৩৯ শতাংশ ভোট পেয়েছিলেন।