ঢাবিতে বন্যার্তদের জন্য সংগ্রহ ৭ কোটি ৭৮ লাখ টাকা

::
প্রকাশ: ১ মাস আগে
টিএসসিতে গণত্রাণ কার্যক্রম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে গত এক সপ্তাহে সর্বমোট সংগ্রহ হয়েছে ৭ কোটি ৭৮ লাখের বেশি টাকা। এর মধ্যে নগদ অর্থ উঠেছে ৬ কোটি ৬৮ লাখের বেশি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনের নেতারা জানান, নগদ অর্থের পাশাপাশি মোবাইল ব্যাংকিং মাধ্যমে ৮৩ লাখ ৮৮ হাজার টাকা এবং ব্যাংকিং মাধ্যমে ২৬ লাখ ৩৭ হাজার টাকা সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত অর্থসামগ্রী দিয়ে বন্যাকবলিত জেলাগুলোয় শশরীরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানোর জন্য নানা রকমের উদ্যোগ নেওয়ারও কথা জানান তারা।