টিএসসিতে তোলা ত্রাণের টাকা খরচ হবে উত্তরবঙ্গের বন্যায়

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ১ সপ্তাহ আগে

উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (২৯ সেপ্টেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমম্বয়ক আব্দুল কাদের এই তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চল, পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে বন্যাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওঠানো অর্থ এই ত্রাণ কার্যক্রমে ব্যয় হবে। ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আমরা উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছি। পরে টিএসসি মিলনায়তনেও একবার ফের আলোচনা করা হয়েছে। খুব শিগগিরই কার্যক্রম ঘোষণা করা হবে।

এর আগে টিএসসির ত্রাণ কার্যক্রমে মোট ১১ কোটি ১০ লাখ ১৩ হাজার ৫৬৯ টাকা সংগ্রহ হয়েছে। এরমধ্যে প্রয়োজনীয় পণ্য, সেচ্ছাসেবকদের খাবারসহ কয়েকটি খাতে সর্বমোট ব্যয় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ১২ হাজার ৭৯৪ টাকা। এসব ব্যয়ের পর তহবিলে ৯ কোটি ৩৫ লাখ ৭৭৫ টাকা অবশিষ্ট রয়েছে।