জানা গেল ‘পুষ্পা ২’ মুক্তির তারিখ

:: আনন্দধারা প্রতিবেদক | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে
ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার পালা শেষ হলো ‘পুষ্পা’ সিরিজের দ্বিতীয় পর্ব। ‘পুষ্পা’ প্রেমীরা ছবিটির মুক্তির তারিখ জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই খবর সামনে এল।

‘পুষ্পা ২’-এর মুক্তির তারিখ ঘোষণা করল ছবির টিম। ‘পুষ্পা’ ছবির টিমের পক্ষ থেকে জানানো হল, চলতি বছরের ১৫ আগস্টে মুক্তি পাবে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’।

‘পুষ্পা! পুষ্পা রাজ ঝুঁকে গা নেহি!’ কয়েক মাস আগে ‘পুষ্প’ ছবিটি নিয়ে সারা দেশে তোলপাড় ছিল। তার একটি সংলাপ, ‘পুষ্পা’ স্টাইলে বিশ্বকে আট থেকে আশিতে মাতাল করেছে। ‘পুষ্পা’ দেখার পর থেকেই সিনেমাপ্রেমীরা এই ছবির দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ‘পুষ্পা’ ছবির দ্বিতীয় পর্বে চিত্রনাট্যে বড় ধরনের পরিবর্তন আসবে। কী, ক্লাইম্যাক্স একেবারেই চমকে দেবে দর্শকদের।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানান, সারাদেশে ‘পুষ্পা’ ছবিটি দারুণ সাফল্যের কথা মাথায় রেখেই ছবির দ্বিতীয় পর্ব সাজানো হচ্ছে।