কথা ছিল একসঙ্গে আত্মহত্যা করবেন, শেষ মুহূর্তে সরে দাঁড়ান তরুণী

:: পাবলিক রিঅ্যাকশন রিপোর্ট | পাবলিকরিঅ্যাকশন.নেট
প্রকাশ: ৮ মাস আগে
সংগৃহীত ছবি

কথা ছিল একসঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে সরে দাঁড়ান তরুণী। তবে ট্রেনে কাটা পড়লেন একা যুবক।

গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে ভারতের রাজস্থানে ঘটনাটি ঘটেছে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, রাজুর স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে। তারপরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর। তবে দুজনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে ঝগড়ার পর একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজু ও তার প্রেমিকা। এরপর চলন্ত ট্রেনের সামনে রাজু ঝাঁপ দিলেও সিদ্ধান্ত পরিবর্তন করে পিছিয়ে যান রাভিনা।

ঘটনার পর ট্রেনের গার্ড ও স্টেশনের অন্যান্য কর্মীরা রাজুর মরদেহ বালোতরা ট্রেন স্টেশন নিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের ভাই বীরমারাম অভিযোগ করেন, রাজুকে এর আগেও হুমকি দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজুকে মহিলার পরিবার খুন করেছে এবং তার মৃতদেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজুর মরদেহ তারা নিতে রাজি হননি।

জানা গেছে, রাজু ভাট শ্রমিক হিসেবে কাজ করতেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।